ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশী সিনেমা "বলি" অস্কার যাচ্ছে

বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন ইকবাল হোসাইন
  • আপলোড তারিখঃ 02-10-2024 ইং
বাংলাদেশী সিনেমা "বলি" অস্কার যাচ্ছে ছবির ক্যাপশন: বাংলাদেশী সিনেমা "বলি" অস্কার যাচ্ছে
বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।

বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম সিনেমা "বলী" (দ্য রেসলার)।এবার ৯৭তম অস্কারের সেরা ফিচার ফিল্ম বিভাগে বিশ্বসেরা সিনেমাগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই ছবি।গতকাল মঙ্গলবার ১ লা অক্টোবর রাতে "বলী" ছবিটিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীত করেছে অস্কার বাংলাদেশ কমিটি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রের মধ্যে সাগরপাড়ের এক অদ্ভুত জেলের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান।এছাড়াও অভিনয় করেছেন একেএম ইতমাম,প্রিয়াম অর্চি,এনজেল নুর এবং তাহাদিল আহমেদ।"বলী" ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছে।২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতে নিয়েছিল সিনেমাটি।এছাড়া কানাডাতেও সম্প্রতি এটি মুক্তি পেয়েছে,যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজক হিসেবে কাজ করেছেন পিপলু আর খান, সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম এবং গাউসুল আলম শাওন।৯৭তম অস্কার অ্যাওয়ার্ডের আসর বসবে ২০২৫ ইং সালের ২ রা মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।সেখানে সেরা ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিততে লড়বে "বলী"। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ